সাংস্কৃতিক ক্লাবে যুক্ত থাকায় অনেক খুশি কারণ
প্রতিভা ও সংস্কৃতি নিয়ে কাটলো অসাধারণ
যেখানে শিখেছি এগিয়ে চলার উদ্যম
কখনো হতে দেয় না অক্ষম
সিসিএসের ভেতরের প্রতিভা খুজে বের করে আনা
বের করে আনা যত আছে সিসিএসের খাজানা
এসব কাজই তো ক্লাবটির প্রধান
সংস্কৃতির জাগরণ ঘটনা সত্যিই মহান
কলিযুগে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য যেখানে
সিসিসি কাজ করছে উদ্যমী হয়ে সেখানে
বিশ্ব আজ বর্ণবিভেদ করে দেখে কে সাদা কে কালো
আজকের যুগে এরকম সংগঠন সমাজেরই ভালো
সংগীত নিয়ে কাজ হয় এখানে
কাজ হয় নিয়ে সাহিত্য
সংগঠিত হয়ে কিশোরেরা নেয় অসংখ্য দায়িত্ব
অভিজ্ঞরা শিখিয়ে দেন গ্রাফিক্স ডিজাইনিং
বুঝিয়ে দেন জেপিজি কিংবা পিএনজির মিনিং
অভিনয়ে আছেন অনেকে পটু যেখানে
চিত্র পরিচালনায় আছেন অনেকে সেখানে
আবৃত্তিতে অভিজ্ঞ ব্যবহার করেন সুন্দর বাংলা ভাষা
বিভিন্ন রকমের প্রতিভা নিয়ে ক্লাবটি যেন ঠাসা
সবমিলিয়ে আছে ৬টি অনুষদ
আমরা কাজ করি বহু বৃহৎ
কেটে গেলো বহু মাস, কেটেছে বহু সন
স্মৃতির উল্লাসে হবে চতুর্থ বর্ষের সাংস্কৃতিক ক্লাবে যুক্ত থাকায় অনেক খুশি কারণ
প্রতিভা ও সংস্কৃতি নিয়ে কাটলো অসাধারণ
যেখানে শিখেছি এগিয়ে চলার উদ্যম
কখনো হতে দেয় না অক্ষম
সিসিএসের ভেতরের প্রতিভা খুজে বের করে আনা
বের করে আনা যত আছে সিসিএসের খাজানা
এসব কাজই তো ক্লাবটির প্রধান
সংস্কৃতির জাগরণ ঘটনা সত্যিই মহান
কলিযুগে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য যেখানে
সিসিসি কাজ করছে উদ্যমী হয়ে সেখানে
বিশ্ব আজ বর্ণবিভেদ করে দেখে কে সাদা কে কালো
আজকের যুগে এরকম সংগঠন সমাজেরই ভালো
সংগীত নিয়ে কাজ হয় এখানে
কাজ হয় নিয়ে সাহিত্য
সংগঠিত হয়ে কিশোরেরা নেয় অসংখ্য দায়িত্ব
অভিজ্ঞরা শিখিয়ে দেন গ্রাফিক্স ডিজাইনিং
বুঝিয়ে দেন জেপিজি কিংবা পিএনজির মিনিং
অভিনয়ে আছেন অনেকে পটু যেখানে
চিত্র পরিচালনায় আছেন অনেকে সেখানে
আবৃত্তিতে অভিজ্ঞ অনেকে ফুটিয়ে তুলেন মনের ভাব ব্যবহার করে সুন্দর ভাষা
বিভিন্ন রকমের প্রতিভা নিয়ে ক্লাবটি যেন ঠাসা
সবমিলিয়ে আছে ৬টি অনুষদ
আমরা কাজ করি বহু বৃহৎ
কেটে গেলো বহু মাস, কেটেছে বহু সন
স্মৃতির উল্লাসে হবে চতুর্থ বর্ষের উদযাপন