ফানুস, তবু না জানি উড়িতে
বিস্ময়ে চেয়ে থাকে মেদিনীর ভূমে!
এ কেমন আজ হলো তার হাল-
অগ্নিশিখা অস্ফুটিত, নিভিয়া গেছে আভা লাল।
রক্তিম সূর্য ডুববে বলেই কি
ভুলিয়া গেছে পাখা মেলিতে পাখি?
নাকি শেখেনি আজও সে উড়িতে,
ডানা ঝাপটিয়ে রঙিন স্বপ্ন বুনিতে!
চারিদিকে সব অধীন নিস্তেজ
তোমারই দাসত্বেই কেন হবে আমার অবশেষ!
যখন নিজেরই অধীনে বেশ থাকিতে জানি,
তবে অশ্রু ফেলিয়া কেন কাঁদিব আমি!
প্রাণ বিলাইব তবু চলিব স্বাধীন;
রক্তের স্রোতধারায় বহিবে নদী
শাসন আমার, আজও দেশ পরাধীন!
আমার অধিকার আজ বুঝিব আমি।
রক্তের বুদবুদ আর সহ্য হয় না
মাথায় চড়িয়া ওঠে, কি করি হায়েনার?
বিশ্বের দরবারে ঠাঁই নাই আমার জন্মভূমির
তারা হায়েনা, তারা নির্লজ্জ খুনি।
আমারা বাঙালি, আমাদের দাবাতে পারবা না
পরাধীনতা আমরা কভু মানিব না।
রগের গিটে গিটে জয় বাংলা
আমরাই মানুষ, চিরস্বাধীন আমরা।