কলেজিয়েটস সাংস্কৃতিক সঙ্ঘ – মুনতাসির রহমান – এসএসসি ব্যাচ ২০২৫

আধুনিক এ কালে বিলুপ্ত সংস্কৃতি ফেরানোর আভাস
ছাত্ররা মিলে করে কাজ একেঅপরে করে বিশ্বাস

২০১৭ সালে এই সংঘের সূচনা
সবাই মিলে এগিয়ে যাবো
এই মোদের কামনা

সবার মধ্যে আছে অঙ্গীকার
আছে শক্তি, আছে বিশ্বাস প্রতিজ্ঞার

প্রতিভা ও কর্ম দিয়ে আলোকিত করছি মোরা অন্ধকার
একতা ও ভ্রাতৃত্বে অবসান ঘটাচ্ছি অজ্ঞতার

দেখতে দেখতে এসে গেলো ৪ টি বছরের ইতি
এই ৪ সনে রয়েছে বহু উজ্জ্বল অপূর্ব স্মৃতি

সবাই মিলে করি মোরা একে অন্যের উপকার
গড়ে তুলি দৃষ্টান্ত মোরা অদ্ভুত এক একতার

কিংবদন্তিদের করি মোরা প্রতিনিয়ত সম্মান
ঐক্যতার মাধ্যমে করি মোরা একে অপরের নির্মাণ

সংগীত কিংবা আবৃত্তি অথবা সাহিত্য
সংগঠিত মোরা, মনোবল মোদের শক্ত

কমিটি সদস্যরা থাকেন বিচক্ষণ
সাহায্য সহযোগিতায় সর্বক্ষণ

আজকের ক্লাবটির এই ভিত্তি, এই সম্মান
গড়তে রয়েছে ফাউন্ডারদের অবদান

একটু একটু করে ৪ টি বছরের অবসান
ক্লাবের নৈতিকতা ও ঐতিহ্য সর্বদা রইবে বহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *