কিশোরের স্বপ্ন – সামি নিজাম শিশির – এসএসসি ব্যাচ ২০২২

কিশোর মনে স্বপ্ন বুনে লালরঙা এক নদীর বুকে
জীবন-বৈঠা বাইয়ে কিস্তি, জীবনাস্ত্র সমর পথে।
হয়তো সে মনের ঘুড়ি মিলিয়ে যাবে ধরণী নীলে
রাত্রি কালো আঁধারেও স্বপ্নতরী ভাসবে জলে।
আষাঢ় দিনের ঘোর বরষায়ও ডুবে না নাও,
গিরিপথের মাঝ দিয়ে যাও, অশনি যদি ডাকবে তা-ও।
শীতল হাওয়ায় পথ হলো ভার,
আকাশসম পাল তুলে দাও, আজকে তবু মানব না হার।
ভোর পেরিয়ে বেলা গড়ালো, সূয্যিমামা তাপ ছড়াবে।
নাও ছেড়ে নদে দিচ্ছে যে ঝাপ,
আজকে তাদের কে হারাবে?
রসিক মামার রসিকতা, “অগায় তোদের পেলো রে বোধা,
জিতলে তবেই মানবি কি হার? মনের মধ্যে প্রশ্ন-বোঝা।”
দিগবিদিকে ঢাক শোনা যায়,
সেই যে কিশোর তীর খুঁজে পায়।
আনন্দের বাঁধ ভাঙা দায়, অভিলাষের কুজ্ঝটিকায়,
স্বপ্ন যদি সত্যি হতো, মামার জবাব দিতো বোধায়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *