আজ রমণী সাজছে খোঁপায় দিয়ে ফুল,
রাঁধছে ইলিশ পোলাও সাথে ঘিয়ে মাখা ঝোল!
বসন্ত শেষ; হাওয়ায় যেন মেলা গরম ভার,
কাটছে না দিন, লাগছে মলিন, পথিক মানছে হার!
আজ মেঘে সব হবে কলরব, পুরনো দিনের হাওয়া
ভুলগুলো সব মুছে গিয়ে হোক নব বরণের পালা।
গান গেয়ে ভোমর যায় মিলিয়ে, আজ যে সুখের বেলা,
রক্তজবায় উড়ছে স্বাধীন মৌমাছিদের মেলা।
আজ খুশিতে মাতছে সবাই, ঢাক পিটিয়ে ঢুলী,
কবি আজও আওড়ে যাচ্ছে রঙ বেরঙের বুলি।
শোভাযাত্রার মিছিল হবে,থাকবে সাথে পেঁচার ঝুলি!
আজ মনেতে স্বপ্ন বিভোর, রাত পেরোলেই স্বাদ পাবে ভোর;
রঙিন জীবন, নতুন স্মৃতি কাটবে সুখে ;
কাল হবে ঘোর।
উজাড় হবে মোর ভালোবাসা, নববর্ষে সবার আশা।