কীভাবে নিজেকে করি প্রকাশ
কতোটা বৃহৎ আমার আকাশ
শুরুতেই আর্টসেল শুধুই চিনতাম
আনমনে আমার আকাশে গাইতাম
সুর মেলাতে পারি না, যদিও গাইতাম থেকে অন্তর
শুরুটা ছিলো শুনে অনিকেত প্রান্তর
আস্তে আস্তে চিনলাম লিংকন ভাই
খুব করে ফিরে পেতে আগের আর্টসেলকে চাই
এখনকার কালের অনেকেই করেছে শুরু
প্রায় সবারই পছন্দ, লিংকন আমাদের গুরু
হাটতে হাটতে চোখ পড়বে
এক ছোট্ট দেয়ালে
দেখবো আমি ভীষণ খেয়ালে
ছোট্ট করে লেখা অপূর্ব লেখাটি পড়বো নিয়ে এক ক্ষীণ চাহনি
“ও আমায় ভালোবাসেনি, অসীম এ ভালোবাসা ও বোঝেনি ”
এভাবেই বড় হতে যায় আমরা
আর্টসেলের নতুন গান ছাড়া
আমার এ সময় টা কেটে যায়
শুনতে শুনতে উক্তিহীন
সঙ্গী আমার প্লে লিস্টের বড়ই চেনা শিরোনামহীন
কিংবদন্তি সুমন ভাইয়ের অর্থহীন
এদেরকেও দেখা যায় অনেকদিন সংগীতহীন
অলরাউন্ডারের গানে করেছি উচ্ছাস অনেক তো
ড্রাম কিংবা ভোকাল দুটোতেই সেরা আমাদের রাফা যে একসময় অর্থহীন করতো
প্রতিনিয়ত আজকের পরিচিত সঙ্গী
অড সিগনেচার
হয়তো অর্থহীন কিংবা আর্টসেলকে ছাড়াই কাটবে সময়
এটাই হয়তো সৃষ্টিকর্তার বিচার
হয়তো একদিন বড় হয়ে দেখবো
প্রিয় মিজান ভাই এনগেইজ
জেগে উঠবে আমাদের প্রিয় ওয়ারফেইজ
এভাবেই দিন কেটে যায়, কেটে যায় রাত আমাদের
নতুনরা এলেও ভুলবো না কভু এদের।
হয়তো কভু আছে সবার জাগরণ
দেখতে রাজি আমি আমরণ