সেই দিন আসবে আবার কবে
যখন বন্ধুদের সাথে যাব স্কুলে।
কখন সেই দিন দূর হবে
যখন মানুষের মাস্ক পরা বন্ধ হবে।
সেই দিন দেখব আবার কবে
যখন মানুষ স্বাধীনভাবে ঘর থেকে বের হবে।
চাই না আর ঘরে বন্দি থাকতে
ইচ্ছে আছে মাঠে খেলতে।
সেই ব্যাট-বল পড়ে রয়েছে ধূলোয়
করোনার কারণে সব খেলা গেছে চুলোয়।
সামাজিক দূরত্বের কারণে
স্বজনদের পারি না ধরতে।
সেই করোনার কারণে
অনেক মানুষ যাচ্ছে মরে।
লকডাউন দেওয়ার ফলে
দরিদ্রদের পেট খালি থেকে যাচ্ছে।
এভাবে আর সহ্য করব আর কতদিন
করোনার কারণে সব মানুষ পরাধীন।
হয়তো একদিন আসবে
যখন সবকিছু ঠিক হয়ে যাবে।
মানুষের মাঝে শুধু আনন্দ থাকবে
এছাড়া বিজয়ের ঢাক শোনা যাবে।
কত হাসি, কত দুঃখ, কত প্রাণ
আর
কত স্মৃতি না ভোলার গান।
ভুলিনি কিছুই,
মনে থাকবে,আমৃত্যু-আপ্রাণ।