কত হাসি,কত দুঃখ, কত প্রাণ
আর কত স্মৃতি না ভোলার গান।
প্রিয় ভাইগুলো-
কোথায় হারিয়ে গেলি
আয়না আবার ফিরে,
স্মৃতি মাখা সেই করিডোরে।
সেই করিডোর,
যার বুক চিরে দৌড়
গলা ফাটানো আওয়াজ।
কত প্রতিধ্বনি
আর হৈ-চৈ, শোরগোল।
আয়না আবার ফিরে,
কাঁদা মাখা সেই মাঠটাতে।
যেই মাঠ,
কত মারামারি, কাড়াকাড়ি
আর কত আড়াআড়ির,
জীবন্ত সাক্ষী।
সেই মাঠ,
যার মাঠির উপর দিয়ে
এলোপাথাড়ি লাথির জোরে,
বল যেতো জালে জড়িয়ে।
আয়না আবার ফিরে।
মনে পড়ে কি সেই দিনগুলোর কথা?
কারণে-অকারণে স্কুল পালাতাম
আর ধরা পরে, খেতাম বকা।
মনে পড়ে কি পি.টি.’র সেই শ্লোগান,
-“সাবধান হবে, সাবধান!”
-“আরামে দাঁড়াবে, আরামেএ.. দাঁড়া!”
কিন্তু হতো না কিছুই,
দুষ্টমির তোড়ে কত যে নড়াচড়া।
আরও এমনও হাজার-হাজার স্মৃতি,
পরে আছে মনের কোণে।
সেই স্মৃতিগুলো,
যেই স্মৃতিগুলো নিয়ে
লিখতে গেলে কবিতা,
পাতা শেষ হয়ে যাবে
শেষ হয়ে যাবে কালি,
তবুও পাবেনা পূর্ণতা।
প্রিয় কলিজার ভাইগুলো,
খুব মনে পড়ে তোদের
কোথায় হারিয়ে গেলি তোরা,
আয়না আবার ফিরে।