নিষ্পাপ এক শিশুর জীবনদান | মুনতাসির রহমান | এসএসসি ব্যাচ ২০২৫

আজকের এই দিনটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখের। মাত্র ৫৫ বছর বয়সে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে কিছু বিপথগামী বাঙালী। শুধু শেখ মুজিব নন, তাঁর সম্পূর্ণ পরিবারকেই হত্যা করেছিলো নিমকহারাম কিছু বর্বর অমানুষ। শুধু ভাগ্যের কারণে বেচে গিয়েছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা।
শেখ মুজিবকে অনেকেই কিংবদন্তি মনে করেন। এবং অনেকেই ওনাকে কিছুই মনে করেননা। ওনাকে অনেকেই উপযুক্ত সম্মান দেননি। কারণ রাজনীতিতে অনেকেই তাঁর কর্মকান্ডের বিরুদ্ধে ছিলো।
কিন্তু রাজনীতির এসব খেলায় নিজের জীবনটা খোয়াতে হয়েছিলো আমাদের মতোই ছোট্ট শিশু রাসেলকে। রাসেল ছিলো নিষ্পাপ। তাঁর ছোট্ট চোখ দুটিতে সে তখনো অনেক কিছুই দেখেনি। অনেক কিছুই করা তাঁর অপূর্ণ রয়ে গেছে। রাজনীতির কঠিন সূত্র ও বুঝতো না হয়তো। কিন্তু রাজনীতির কারণেই হত্যা করেছিলো কিছু বর্বর হিংস্ররা। তাঁর ছোট্ট জীবনে সে তাঁর পিতাকেও সম্পূর্ণভাবে পায়নি। কারণ বঙ্গবন্ধু তার জীবনের দীর্ঘ সময় কারাগারে ছিলেন। ছোট্ট এই শিশুকে হত্যা করা সেই বাঙালিদের আমি ধিক্কার জানাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *