বর্ণ চক্রবর্তী | যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র এবং প্রখ্যাত তরুণ সংগীত শিল্পী, গীতিকার এবং সংগীত প্রযোজক । ছোটবেলা থেকেই গানের ভেতরে বর্ণের বেড়ে উঠা। ২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞান ও প্রামাণ্যচিত্র। চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় তাঁর প্রথম একক মিউজিক অ্যালবাম ‘বোকা পাখি’। তিনি গানের মাধ্যমে মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। অত্যন্ত প্রতিভার অধিকারী একজন তরুণ সংগীতশিল্পী মাত্র ৩৫ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৭ই জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।