মোহাম্মদ জহিরুল্লাহ খান, যাকে মানুষ “জহির রায়হান” নামেই বেশি চিনে। এই বাংলাদেশী প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকারের জন্ম ১৯৩৫ সালের ১৯ই আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে। জহির রায়হান মূলত চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে দেশে বিদেশে জনপ্রিয়তা লাভ করেন।”কখনো আসেনি”, “কাঁচের দেয়াল”, “জীবন থেকে নেয়া”সহ আরো অনেক চলচ্চিত্র পরিচালনা করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এরমধ্যে, ” জীবন থেকে নেয়া” চলচ্চিত্রটি দেখে সত্যজিত রায়, মৃণাল সেন, তপন সিনহা এবং ঋত্বিক ঘটক প্রমুখ তাঁর ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি একজন সাহিত্যিক হিসেবেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় প্রায় ২১টি গল্প এবং ৮ টি উপন্যাস লিখেছেন। তিনি তাঁর অসাধারণ লেখনীর কারণে আদমজী সাহিত্য পুরষ্কার, বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার (মরণোত্তর), স্বাধীনতা পুরষ্কার পেয়েছেন। এছাড়া তাঁর চলচ্চিত্র পরিচালনার কারণে নিগার পুরষ্কার, চলচ্চিত্রে অবদান রাখার কারণে বাংলাদেশ সরকার প্রদত্ত একুশে পদক ( মরণোত্তর) পেয়েছেন। জহির রায়হান ভাষা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি তিনি মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবি আটকের সময় পাকিস্তানি বাহিনির কাছে আটক বড় ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি।
মোহাম্মদ জহিরুল্লাহ খান(জহির রায়হান)
