“তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?” শামসুর রহমান। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা পেয়েছিলেন তিনি তাঁর জীবদ্দশাতে। ১৯২৯ সালের ২৩শে অক্টোবর জন্ম নেওয়া এই বিখ্যাত কবি, তাঁর জীবনের দীর্ঘ সময় সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। তিনি তাঁর জীবনে দৈনিক মর্নিং নিউজ, স্বাধীনতা উত্তর দৈনিক বাংলা সহ আরো অনেক পত্রিকায় সাংবাদিক হিসেবে ভূমিকা রাখার কারণে মিতসুবিসি পুরস্কার পেয়েছিলেন। “বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা”, “স্বাধীনতা তুমি”, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ সহ আরো বহু কাব্য অজস্র পাঠকের ভালোবাসা অর্জন করে। তিনি তাঁর কবিতা এবং সাহিত্যরচনার কারণে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জীবনানন্দ পুরস্কার,স্বাধীনতা পদক সহ আরো অনেক সম্মানতা ও পুরস্কার পেয়েছেন। এই বিখ্যাত কবি ২০০৬ সালের ১৭ই আগস্ট বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।