হুমায়ুন আহমেদ

HUMAYUN AHMED

ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায়” ভালোবাসার লেখক, মানুষকে হাসতে শিখেয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন। ভালোবাসার মর্ম, সৌন্দর্য ও অকৃত্রিমতা সবই তার লেখনিতে ফুটিয়ে তুলেছেন। তাই তো পাঠক তাঁকে ভালোবেসেছে, ভালোবাসছে এবং ভালোবাসবে চিরকাল। হুমায়ুন আহমেদ, বাংলাদেশের শ্রেষ্ঠ এক কথাসাহিত্যিক ও লেখক। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর জন্মগ্রহণ করা এই মহান লেখক তাঁর লেখনি দ্বারা লক্ষাধিক পাঠকের ভালোবাসা অর্জন করেন। ‘হিমু’, ‘নিশাথিনী’, ‘নিষাদ’ সহ বহু গ্রন্থই পাঠকদের প্রিয় গ্রন্থের তালিকায় স্থান করে নিয়েছে। হিমু, শুভ্র ও মিসির আলী তাঁর কালজয়ী চরিত্রসমূহ। ‘বোতল ভূত ‘ নুহাশ এবং আলদিনের আশ্চর্য চেরাগ’ সহ বহু বিখ্যাত শিশুতোষ রচনার রচয়িতা তিনি। তার পরিচালিত ‘ঘেটু পুত্র কমলা’, ‘আমার আছে জল’, ‘দ্বারুচিনি দ্বীপ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’ সহ বহু চলচ্চিত্র ও ধারাবাহিক নাটক আজ ও মানুষের ভালোবাসা কুড়িয়ে চলেছে। তিনি ‘জাতীয় চলচ্চিত্র’, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ‘একুশে পদক’, ইত্যাদি পুরস্কার লাভ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *