আইয়ুব বাচ্চু

ayub bachu

আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব গল্প শেষে আমি আধাঁরের মতো নীরব।’ সারা ভুবন আলোকিত করে, কোন এক নিরব আধাঁরে ভাঙ্গা মন নিয়ে হারিয়ে গেলেন বাংলার প্রখ্যাত সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু, বাংলাদেশের অন্যতম সংগীত শিল্পী। বাংলার সংগীত অঙ্গনে ব্যান্ড মিউজিকের উন্নতির ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা রাখেন। শুধু বাংলাদেশই নয়, পশ্চিমবঙ্গসহ সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলা ব্যান্ড মিউজিকের এই নক্ষত্র। ১৯৬২ সালের ১৬ আগস্ট জন্ম নেওয়া এই সুর সম্রাট দ্বারা গঠিত ‘এল.আর.বি’ ব্যান্ড এই দেশের সবচেয়ে বিখ্যাত ব্যান্ড। তাঁর হাত ধরেই দেশে পপ ও রক গান এখন জনপ্রিয় হয়ে উঠেছে। গান দিয়ে তিনি মানুষকে কাঁদান, ভালোবাসান আর স্বার্থপর এই বাস্তবতার সত্য অনুভূতি ফুটিয়ে তোলেন। ‘সেই তুমি’, ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘এই রুপালি গিটার ফেলে’ সহ বহু দিয়ে তিনি শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন, করছেন এবং চিরকাল এই ভালোবাসা বিরাজমান থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *