কাজী নজরুল ইসলাম

ইসলাম

‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’’ কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি। শুধু কবিতা দিয়েই নয় পাঠকের মন জয় করেছেন ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক হয়ে ও উপহার দিয়েছেন বহু শ্রেষ্ঠ রচনা। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ জন্ম নেওয়া এই মহান কবির কবিতায় তিনি তুলে ধরেছেন সংগ্রামের ধ্বনি। যে ধ্বনিতে ছিল নিপীড়িতের প্রতিবাদ, অসহায়ের আর্তনাদ। যে ধ্বনিতে সংগ্রাম ছিল অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। এই সংগ্রামী রচনার জন্য তাঁকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। চল্‌ চল্‌ চল্‌, বিদ্রোহী, অগ্নিবীণা (কাব্যগ্রন্থ), বাঁধন হারা,ধূমকেতু,বিষের বাঁশি সহ তার বহু রচনা পাঠকের ভালোবাসা কুড়াচ্ছে যুগের পর যুগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *