“পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”
এ ধরণীতে সকল সৃষ্টি যা কল্যাণ বয়ে এনেছে মানবজীবনে, তার পিছনে নরের সমতুল্য অবদান রেখেছে নারীও। নারীরা অবদান রেখেছে সকল ক্ষেত্রে, অবদান রেখেছে যুগ যুগ ধরে। কখনো পালন করেছে কোমল মায়ের ভূমিকা, কখনো হয়ে উঠেছে সংগ্রাম, রণে সম্মুখযোদ্ধা হয়ে লড়েছে মাতৃভূমির তরে। সংগ্রাম করে ঘটিয়েছে বিপ্লব।
প্রীতিলতা ওয়াদ্দেদার, বাংলার মহীয়সী এক নারী।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়ে গেছেন নিঃস্বার্থে। ১৯৩২ খ্রিষ্টাব্দে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময়, ক্লাবের সাইনবোর্ডে “কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ” লেখা পরিচয় দেয় তাঁর দুঃসাহসিকতার। ১৯১১ সালের ৫ই মে জন্ম নেওয়া মহান এই নারী বিপ্লবী বাঙালি সূর্যসেনের নেতৃত্বে সশস্ত্রযুদ্ধে অংশগ্রহণ করে, এমনকি পটাসিয়াম সায়ানাইড মুখে পুরে তাঁর প্রাণদানে ও দ্বিধা বোধ করেননি, হয়ে উঠেন প্রথম বিপ্লবী মহিলা দেশপ্রেমী।