ফকির আলমগীর

Fakhir ALAMGIR

ফকির আলমগীর। বাংলাদেশের কিংবদন্তি প্রখ্যাত শিল্পী। দেশের গণ সংগীত এবং পপ সংগীতে ব্যাপক অবদান রাখেন একুশে পদকপ্রাপ্ত ফকির আলমগীর। ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করা এই শিল্পী তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ‘সান্তাহার জংশনে দেখা’, ‘বনমালী তুমি’, ‘কালো কালো মানুষের দেশে’, ‘মায়ের একধার দুধের দাম’, ‘আহারে কাল্লু মাতব্বর’, ‘ও সখিনা’ সহ আরো অনেক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেন। ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এই কিংবদন্তি শিল্পী মহামারি করোনায় আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে গতকাল রাতে মৃত্যুবরণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *