কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই।
কফি হাউসের আড্ডা নেই, নেই সেই আড্ডার গল্পকার ও।
প্রবোধ চন্দ্র দে (ডাক নাম মান্না দে) , ভারতীয় উপমহাদেশের অন্যতম এক সংগীতশিল্পী ও সুরকার। ১৯১৯ সালের ১লা মে জন্ম নেয়া মহান এই শিল্পী প্রায় ২৪ টি ভাষার উপর ষাট বছর ধরে সংগীতচর্চা করেছেন। ‘ইয়াশোমাতি মাইয়া’, ‘এক চাতুর নার’, তুযে সুরায কাহু ইয়া চান্দা’ সহ বহু গানে তিনি অর্জন করেছেন ভারতীয় শ্রোতাদের ভালোবাসা। এছাড়া ও বাংলা সংগীত অঙ্গনে তিনি গুরত্ব অবদান রেখেছেন। ‘সবাই তো সুখী হতে’, ‘খুব জানতে ইচ্ছা করে’, ‘কফি হাউসের সেই আড্ডা’, ‘যদি কাগজে লিখো নাম’ সহ বহু গানে তিনি তার সুর তুলে ধরেন, যা ভালোবেসে যাচ্ছে লক্ষ মানুষ।