“‘বঙ্গবাসী মুসলমানদের দেশভাষা বা মাতৃভাষা “বাঙ্গালা”। মাতৃভাষায় যাহার আস্থা নাই, সে মানুষ নহে। বিশেষ সাংসারিক কাজকর্ম্মে মাতৃভাষারই সম্পূর্ণ অধিকার। মাতৃভাষায় অবহেলা করিয়া অন্য দুই ভাষায় বিখ্যাত পণ্ডিত হইলেও তাহার প্রতিপত্তি নাই। “‘
মীর মশাররফ হোসেন তার “আমাদের শিক্ষা” নামক প্রবন্ধে এভাবেই মাতৃভাষায় প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলেন।
মীর মশাররফ হোসেন ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।তার পুরো নাম সৈয়দ মীর মশাররফ হোসেন।তিনি বাংলা ভাষার প্রধান গদ্যশিল্পীদের মধ্যে অন্যতম।বাংলার মুসলমানদের জন্য তিনি ছিলেন সাহিত্যের পথিকৃৎ।১৮৪৭ সালের নভেম্বরের ১৩ তারিখ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এই মহান সাহিত্যিক।বাংলা সাহিত্যর অমূল্য সম্পদ তার রচিত ‘বিষাদ সিন্ধু’,যা তিনি কারবালার যুদ্ধকে উপজীব্য করে লেখেন।রত্নবতী,বেহুলা গীতাভিনয়,এর উপায় কি?,বসন্তকুমারী নাটক,প্রেম পারিজাত,রাজিয়া খাতুন তার উল্লেখযোগ্য রচনাবলি।মহান এই লেখক মুসলিম সাহিত্যিকদের জন্য বিরাট অনুপ্রেরণার উৎস।ডিসেম্বর ১৯,১৯১১ তারিখে এই মহান লেখক মৃত্যুবরণ করেন