রবীন্দ্রনাথ ঠাকুর

UGAd59M8VcwN

ভারত উপমহাদেশের সাহিত্যে এক যাদুকরী প্রতিভাধর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আজ ৭ই মে তাঁর ১৬০ তম জন্মবার্ষিকী।

মহাকাব্য ছাড়া সাহিত্যের ‘সোনার তরী’ করে সকল শাখা-প্রশাখায় চড়ে বেড়িয়েছেন এই উপমহাদেশের সাহিত্যে সর্বপ্রথম নোবেলজয়ী। কখনো গদ্যের প্রাঞ্জলতা অথবা কখনো কবিতার ছন্দে আজও তিনি জাগ্রত। সঙ্গীত জগতেও আছে তাঁর একচ্ছত্র আধিপত্য।

বিচিত্র এই প্রতিভার উন্মেষকারী কবিগুরু “রবীন্দ্রনাথ ঠাকুর” এর জন্মজয়ন্তীতে আমরা তাঁকে এবং তাঁর রচিত সৃষ্টি-কর্মকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যেন তাঁর দেখানো পথেই বাংলা সাহিত্যের শুদ্ধ ব্যবহার অনুসরণ করে বাংলাকে বিশ্বের দরবারে অনন্য কাতারে উপস্থাপন করতে পারি সেই কামনাই রইলো৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *