হুমায়ুন ফরিদী, বাংলাদেশের অন্যতম গুণী এক অভিনেতা। ১৯৫২ সালের ২৯ মে জন্ম নেওয়া মহান এই শিল্পী যুগে যুগে তাঁর শক্তিশালী অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের উপহার দিয়েছেন বহু চলচ্চিত্র। মঞ্চনাটক হতে চলচ্চিত্র সব স্থানেই নিপুণ অভিনয়ের মাধ্যমে অর্জন করেছেন দর্শকদের ভালেবাসা। ‘একাত্তরের যীশু’, ‘মাতৃত্ব’, ‘বিশ্বপ্রেমিক’, ‘পালাবি কোথায়’, ‘ভণ্ড’ সহ তার বহু কাজ দর্শকদের মুগ্ধ করে গেছে যুগ যুগ ধরে। বাংলার অভিনয় অঙ্গনে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি অর্জন করে নিয়েছেন একুশে পদক।
হুমায়ুন ফরিদী
