মিত্রের পত্র, আনাস ফয়সাল (এস.এস.সি ব্যাচ-২০২৩)

মিত্রের পত্র
আনাস ফয়সাল

মিত্রের নিকট বাকি মোর, বহু উপকার দেনা,
তারই আবদারে হয়তো, পাঠাইয়াছে চিঠিখানা।
আমি জুড়ে তার অন্তরে মনে,আমি জুড়ে তার স্মরণে,
পত্রখানি শুরু করিয়াছে “প্রিয়” সম্বোধনে।

মোর সর্বস্ব তোমারই নিকট, করিলাম উৎসর্গ,
তুমি কিনা তবে,
ইমারতের লোভে,
খুদঁছো আমারই মর্গ।
আমার এ হৃদয় খুঁজেছে মায়া শুধু তোমারই পানে,
তোমার ঐ হৃদয় পূর্ণ কি শুধু নিষ্ঠুরতার শানে?
ঝড় রুখেছি, দিয়েছি ছায়া,
তোমারই কল্যাণে,
তবে কি পাবো নির্মমতা,
তাহারই প্রতিদানে।
ছন্দভরা কাব্য নহে,
এতো অসহায়ের মিনতি।
অশ্রু ফেলে তোমারই চরণে,
প্রানভিক্ষার টানছি আজই ইতি।

বেসেছে ভালো বৃক্ষ মোরে,
সর্বক্ষণ সর্বত্র।
আমি করেছি স্বার্থপরতা,
তারই প্রমাণ এই পত্র।

একপাক্ষিক ভালোবাসার এই অপরূপ চিত্র,
মানুষ তবে নিষ্ঠুর বটে,
বৃক্ষই আসল মিত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *