সুনীল গঙ্গোপাধ্যায়

‘আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে
তোমার দু’চোখে তবু ভীরুতার হিম।
রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে
ছোট এই পৃথিবীকে করেছো।’

সুনীল গঙ্গোপাধ্যায়, বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। ‘নীললোহিত’ ছদ্মনামে খ্যাত এই সাহিত্যিক ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি’, ‘যুগলবন্দী’, ‘হঠাৎ নীরার জন্য’, ‘রাত্রির রঁদেভূ’, ‘অর্ধেক জীবন’ এরকমই তাঁর কিছু চিরস্মরণীয় বইসমূহ। সাহিত্যকর্মে অবদান রাখার জন্য তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *