বহু দেশ হতে বহু লোকে ভাবে কতকিছু
ভিনদেশিদের মুখে কটু কথা শুনে মাথা হয় নিচু
দেশের তরে সামান্য কিছু, পরিবারের তরে
ভিনদেশে গিয়ে মুদ্রা উপার্জন করে।
বহু কাল বহুদিন পরিবার হতে দূরে
তাহাদের হৃদয়টুকু পরিপূর্ণ ভালোবাসা জুড়ে।
প্রমুখেই হয়েছেন নির্যাতিত, ভুল লোকের পাল্লায় পড়ে
আপনজনের মুখে অন্ন দেওয়ার তরে
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
পরিশ্রম করে।
তাদের জন্যই তো দেশের অভূতপূর্ব উন্নতি
তাদের নিয়েই নেই অনেকের অবগতি
পরিবারহীন, পরিচয়হীন এ এক যেন জেলখানার জীবন
মাথার ঘাম পেয়ে ফেলে কষ্ট করা প্রবাসীদের করি স্মরণ।