সড়কপথের মৃত্যুযাত্রা-মুনতাসিরহমান-এসএসসি ব্যাচ ২০২৫

নটরডেমের নাঈম গেলো, থামলো না সে মৃত্যুরথ
মাইনুদ্দিনের পর জয়দীপ গেলো হলো না জানোয়ারদের বধ
রাস্তায় পিষে মেরে ফেলা তারা, যে অদক্ষের দল
মাইনের জন্য মানুষ মারতেও রাজি, আছে শয়তানের বল

রাস্তা এখন ভয়ংকর
ভাবছি হয়তো আমিই হবো পরবর্তী, জানোয়ারেরা হবে অমর
আমার মৃত্যু, আবার হইচই
দুদিন পর সেসব আসামীরা কই?

আমার এখন লাগে যে প্রচন্ড ভয়
দুদিন বাদে জানি না মরতে কিনা হয়

মরতে আমার নেই ভয়, একদিন তো যাবোই
তবে গাড়ির নিচে পিষ্টে ফেলে মরবো না নিশ্চয়

আমাদের এ করুণ দশা, আন্দোলনে তরুণেরা
কিছুদিনের দাবি মেনে হয়তো আবার শয়তানেরা হবে ঘেরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *