ছেলেপেলেরা ঘুরছে চড়ে বাষ্পশকট
অকপটে হচ্ছে মুগ্ধ দেখছে
প্রকৃতির অবয়ব
কৃত্রিমতার জীবনে বাস করে
ভাবছে সবই অসম্ভব
দ্রুতগতির যানে প্রকৃতির রূপে
মুগ্ধ সবার চোখ
পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্যে
আকর্ষিত সকলেই হোক
পড়ালেখার চাপে প্রকৃতিতে ডুবার
তার যে নেই অধিকার
মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই
তারা কি সত্যিই অসাড়?
পাখির ডাকে ঘুম ভাঙা যে
কতটা আনন্দের ভাষা নেই যে বলার
এলার্ম ক্লক এর রিংটোনে ঘুম ভাঙে যাদের
তারা কী সত্যিই অসাড়?
তারা যে সত্যিই অসাড়
অধিকার যে নেই তার প্রকৃতি দেখার