মেঘ
ঐ গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল।
ভীম রুদ্র পলাশ রৌদ্র
আড়াল করে সব।
আনল প্রলয় কালবোশেখী
ঝড়ো বন্যার চর।
ঐ গগনে ভেসে বেড়ায়,
সাদা মেঘের দল
বরস মাসে ঝড়লো বারি
কাদল কৃষ্ণ বাদল।
অভিমানের অশ্রুজলে
সিক্ত হাওয়ার ঢল।
ঐ গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল।
শুভ্রকানন কাশবনেরা
দেখে মেঘের দল।
হাওয়ায় দুলে তাদের ভাবনা
উড়ে যাবো চল।
ঐ গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল।
ধানের শীষে রৌদ্রছায়ায়
তৃপ্ত হাসি, সোনালি আভায়
ভরে গাছের দল।
ঐ গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল।
মলিন তুলোয় ছায় আকাশ
ধুম্র কুহুর ঢল।
নিশিথ শীতে আড়াল করে
জমতি তারার আসর।
ঐ গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল।
মহারাণীর অবয়বহীন
সোনাঝুরি তেতপ্পর।
কুঞ্জবনের রৌদ্রছায়ায়
হরিত এ প্রান্তর।
ঐ গগনে খেলা করে
সাদা মেঘের দল।