সুনীল গঙ্গোপাধ্যায়
‘আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দু’চোখে তবু ভীরুতার হিম। রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছো।’ সুনীল গঙ্গোপাধ্যায়, বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। ‘নীললোহিত’ ছদ্মনামে খ্যাত এই সাহিত্যিক ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে …