“কী হবে”, Ishmam Ahmed, class 10, Batch 22
ভেবেছো কী কভু, কী হবে সবার এক নিশিথে শমনের সহিতে তুমি চলে গেলে, ফেলিবে কী তা কোনো প্রভাব? কী হবে তার, যার দিন গুজরান হতো তোমার গুনগান গেয়ে? যে বিসর্জন দিল প্রাণ, তোমারে সংসারে সেবিতে কী হবে সেই পথের ধারে পড়ে থাকা ভিখাড়ির? তোমার দেয়া খয়রতে যার ভরিত ক্ষুদ্র পেটখানি? কী হবে সেই অবুঝ শিশুর? …