আজম খান
“রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁদে ছেলেটি মরে গেছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ ” গানের এই কথাগুলোর মাঝেই ফুটে উঠে দেশের জন্য মানুষটির প্রেম। পপসম্রাট আজম খান। দেশের স্বাধীনতার জন্য মারণাস্ত্র উঠেছিলো যার হাতে, স্বাধীনতার পরে বাংলায় পপ গানের সূত্রপাত করতে গিটার উঠেছিলো তাঁর হাতে। ১৯৫০ সালের ২৮শে ফেব্রুয়ারি ঢাকায় …