মহামারী | আনাস ফয়সাল | এসএসসি ব্যাচ ২০২৩
একটি পুরনো রেস্তোরাঁর রান্নাঘর। রান্নাঘরের কোণার একটি গর্তে জুলের বসবাস, জুলের সাথে থাকে তার বাব-মা, দাদা-দাদি সহ চার ভাইবোন। না জুল কোন মানুষ না, জুল ছোট্ট এক পিপড়ের নাম। জুলের মিষ্টি খেতে বেশ শখ, তাই যেদিন এই রেস্তোরাঁয় মিষ্টি বানানো হয়, জুল সেদিন চুলার পাশেই বসে থাকে। মিষ্টির একটু ছিটে ফোটাই যেন স্বর্গসুখ জুলের জন্য। …