শেখ মুজিব – মুনতাসির রহমান – এসএসসি ব্যাচ ২০২৫

দেশের স্বাধীনতার দিয়েছেন যিনি ডাক,
প্রতিবাদে শত্রুদের করেছেন তিনি অবাক ।

স্বাধীনতা আসবেই এবার, এই তার অঙ্গিকার
দমবে না তিনি, করবেন বাংলার পুনরুদ্ধার।

সহ্য করেছেন নির্মমতা, হয়েছেন কারাবরণ,
তাই তো তিনি শ্রেষ্ঠ বাঙালি, লাখো তরুণের উদাহরণ।

তাঁর নেতৃত্বের প্রশংসা, জুড়ে শর্বর
রুখে দিয়েছেন যত নির্মম, যত ছিল বর্বর

দেশের জন্য দ্বিধা করেননি করতে প্রাণদান,
তিনি তবে নেই বটে, আছে তার আহবান।

সোনার বাংলা গড়তেই হবে, এ ধ্যানেই তিনি মগ্ন,
এই বাঙালিই করলে খুন, মানুষ বড়ই কৃতঘ্ন।

দেশের জন্য উৎসর্গ তাঁর জীবন সম্পূর্ণ,
মৃত্যুর কারণে রয়ে গেলো সোনার বাংলা অপূর্ণ

মোদের জাতি আজো
১৫ই আগস্টে ভয়ার্ত
শেখ মুজিব ছিলেন কর্মঠ, ছিলেন নিঃস্বার্থ

জ্ঞাপন করেছি গভীর শ্রদ্ধা, করেছি তারে স্মরণ
মোদের জাতি প্রস্তুত করতে, এহেন মুজিবদের বরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *