আজম খান

AZAM KHAN

“রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁদে ছেলেটি মরে গেছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ ” গানের এই কথাগুলোর মাঝেই ফুটে উঠে দেশের জন্য মানুষটির প্রেম। পপসম্রাট আজম খান। দেশের স্বাধীনতার জন্য মারণাস্ত্র উঠেছিলো যার হাতে, স্বাধীনতার পরে বাংলায় পপ গানের সূত্রপাত করতে গিটার উঠেছিলো তাঁর হাতে। ১৯৫০ সালের ২৮শে ফেব্রুয়ারি ঢাকায় জন্ম হয় আজম খানের। তাঁর প্রকৃত নাম মাহবুবুল হক খান। ১৯৭১ সালে দেশের মুক্তির জন্য হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরতে তিনি দ্বিধা বোধ করেননি , লড়েছেন সম্মুখ যোদ্ধা হিসেবে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর, এবার দেশের সঙ্গীত অঙ্গনে তাঁর পপ গান দিয়ে হয়ে উঠেন পপগুরু। বাংলায় পপ গানের সূত্রপাত হয় তাঁর প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’ দিয়েই। তাঁর অসংখ্য জনপ্রিয় গান সারা দেশের মানুষদের ভালোবাসা অর্জন করে, তাঁর মধ্যে ‘ওরে শালিকা, ওরে মালিকা’, ‘আসি আসি বলে তুমি’ ,’ রেল লাইনের বস্তিতে’, ‘আলাল ও দুলাল’ অন্যতম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *