“একমাত্র ইভা বাসন মাজা পাউডারটাই এখানকার তৈরি.. ..পিয়া নামের এক ঢাকাই টুথপেস্ট বাজারে বের হবো হবো করে এখনও বের হতে পারছে না, আল্লাহই মালুম কি কঠিন বাধার জন্য!” জাহানারা ইমাম, বাংলার প্রখ্যাত এবং সংগ্রামী এক লেখিকা। যার কলম হয়ে উঠেছে প্রতিবাদের মাধ্যম। অন্যায়ে মাথা নত না করে দুঃসাহসিকতার সহিত প্রতিবাদের মাঝে কিভাবে তা দমানো যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিনি। বাংলার দামাল এই নারী চিরকাল সকল বাঙালীদের অনুপ্রেরণা জুগিয়েছেন অন্যায়ের প্রতিবাদে। “একাত্তরের দিনগুলি”, “বীরশ্রেষ্ঠ”, ” নাটকের অবসান” সহ বহু রচনা দিয়ে তিনি অর্জন করেছেন পাঠকের ভালোবাসা।