পেলাম এ সোনার বাংলা, দিলাম কতো রক্ত
প্রাণ দেয়া সে সোনার ছেলেদের আমরা যে ভক্ত
মরিবার তরে লড়েছে নহে
বঙ্গদেশে বঙ্গ রক্ত তাদের দেহে যে বহে
স্বীয় স্বার্থের তরে নয়
মুক্তির তরে লড়েছে তাঁরা, ছিলোনা কোনো ভয়
তারাই দিয়েছেন নতুন প্রজন্মকে মুক্তি
চিরকাল চিরদিন
মনে রাখবো তাঁদের একেকটি উক্তি
স্বাধীনতার তরে লড়েছেন তাঁরা
তাঁঁদের হারাতে পেরেছেইবা কারা
শত্রুগণেরা নির্বিচারে করেছে অত্যাচার
তাঁরা করেছেন মুক্তির যুদ্ধ
নিয়েছেন সোনার বাংলা গড়ার ভার
তাঁদের কারণে দেখছি এ সোনার বাংলাদেশ
তাঁদের কারণেই মোরা এখনও আছি বেশ
বঙ্গদেশে বঙ্গ মনোভাব
ছিল যে মোদের মুক্তির অভাব
তাঁদের তরেই বাংলা আজিকে মোর মুখে
তাঁদের ছিলো অসীম সাহস বুকে
কঠোর সে অধ্যাবসায়, কঠোর সে সাড়ে ন’মাস
অনেকে হারিয়েছে প্রাণ, দেখেনি তাঁরা স্বাধীন এ বাংলার আকাশ
তাঁদের করি মোরা সম্মান
তারাই মোদের পথপ্রদর্শক, গাহি তাহাদেরি গান
তাঁদের বীরত্ব, তাঁদের সাহস, করেছে তাঁদের অমর
তাঁদের তরেই স্বাধীন আমি, স্বাধীন বাংলার প্রতিটি শহর
তাঁদের আত্মত্যাগে এসেছে এ অমূল্য স্বাধীনতা
তাঁদের আদর্শে মোদের দ্বারাই জাগবে মানবতা।