স্বরবর্ণের সরল কিছু বর্ণ
দিয়েই মোদের শুরু
মুখে ফুটে শব্দ ধীরে
মা’ই হয় মোদের প্রথম গুরু
মাতৃভাষা বাংলা মোদের,
বাংলার জন্য আছে ভালোবাসা
শব্দে শব্দে বাক্য মিলিয়ে
করি ভাব প্রকাশ
বাংলা ভাষা সবার মোদের,
আলাদা নয় এ অভ্যাস
বাংলা হলো আমার জন্য
প্রধান বিধান
৫২’তে রক্ত ঝড়িয়ে পেয়েছি এ ভাষা
বাংলা’ই মোদের সম্মান।
বাংলা মোদের
মায়ের সমান
সেরা মোদের
সকল কবিতা, সকল গান
বাংলা ছাড়া পারবো
না যে বাঁচতে
বাঁচাটা যে সম্ভব নয়
পারবো শুধু ভালোবাসতে
বাংলাকেই উৎসর্গ করছি
আমার এ প্রাণ
বাংলাতেই ভালোবাসা,
বাংলাই আমার মান।